জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি।
মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এই নারী প্রার্থী নিম্ন ও উচ্চ-দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তিনি নিম্নকক্ষে ২৩৭ ও উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়েছেন।
জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী এবং তাঁর মতোই দৃঢ় রক্ষণশীল ভাবধারার রাজনীতিক হিসেবে পরিচিত।
তাকাইচি এমন এক চ্যালেঞ্জিং অর্থনৈতিক মুহূর্তে দায়িত্ব নিচ্ছেন যখন জাপান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং হতাশ জনসাধারণ নিয়ে ধুঁকছে।
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির জন্যও এটি একটি অনিশ্চিত সময়। তার পূর্বসূরীদের মেয়াদ সংক্ষিপ্ত হওয়ার পর মাত্র পাঁচ বছরের মধ্যে তিনি চতুর্থ প্রধানমন্ত্রী।
জাপানে রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনো সীমিত। তাই এ জয়কে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত