দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এই লঘুচাপটি পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে, যার ফলে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমান আবহাওয়ার বিশ্লেষণ অনুযায়ী দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা স্পষ্ট হচ্ছে, যা ধীরে ধীরে সক্রিয় হয়ে মৌসুমি প্রভাব ফেলতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দেশের বাকি অংশে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা খুব বেশি ওঠানামা করবে না।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন