ইরানের সাথে সম্পর্ক আরও বিস্তৃত করতে প্রস্তুত রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরানের সাথে সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রাশিয়া। তার দাবি, দুই দেশের বর্তমান সম্পর্ক গতিশীলভাবে বিকশিত হচ্ছে।
পেসকভ আরও জানিয়েছেন, রাশিয়া পশ্চিমাদের সাথে করা ইরানে চুক্তি নিয়ে আলোচনাকে সমর্থন করে। তবে, তাঁর মতে, ইউরোপের অগঠনমূলক অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
পশ্চিমের অবস্থানের কারণে নতুন করে উত্তেজনা বাড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, ইউরোপীয়দের অগঠনমূলক অবস্থান অবশ্যই এমন পরিস্থিতি তৈরি করছে যে এটি দিনের পর দিন আরও কঠিন হয়ে উঠছে। আমরা মনে করি আলোচনা করা প্রয়োজন। অবশ্যই, একটি সার্বভৌম দেশ হিসেবে ইরানের উপর এভাবে অতিরিক্ত চাপ সৃষ্টি করার কোনো ভিত্তি নেই।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দৃঢ়তার সাথে জানান, রাশিয়া ইরানের সাথে সকল ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে প্রস্তুত এবং বর্তমান সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে বিকশিত হচ্ছে।
সূত্র: মেহের নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল