গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হামাসকে সুযোগ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যদি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি চুক্তি ভঙ্গ করে, তবে তাদের 'সম্পূর্ণ নির্মূল' করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তিনি।
সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজকে হোয়াইট হাউসে স্বাগত জানানোর সময় ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আমরা হামাসের সঙ্গে একটি চুক্তি করেছি। যাতে তারা খুব ভালো থাকবে, তারা শান্ত থাকবে, তারা ভদ্র ব্যবহার করবে।
এরপরই চরম হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আর যদি তারা তা না করে, তাহলে আমরা যাব এবং তাদের নির্মূল করবো। যদি আমাদের তা করতে হয়। তারা শেষ হয়ে যাবে। নিশ্চয়ই তারা এটা জানে।
তবে হামাসের বিরুদ্ধে মার্কিন বাহিনী সরাসরি কোনো সামরিক অভিযানে অংশ নেবে না বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি জানান, গাজার জন্য গঠিত আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে বহু দেশ সম্মত হয়েছে। তারা সেখানে যেতে যেতে মুখিয়ে আছে।
তিনি আরও যোগ করেন, এছাড়াও আমি যদি ইসরায়েলকে বলি, তারা দুই মিনিটের মধ্যে সেখানে (গাজা) প্রবেশ করবে। কিন্তু আপাতত আমরা তা বলিনি। আমরা একে কিছুটা সুযোগ দেব এবং আশা করছি সহিংসতা কিছুটা কমবে। তবে আপাতত, আপনারা জানেন, তারা হিংস্র মানুষ।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, হামাস এখন ‘অনেক দুর্বল’। বিশেষত এই বছরের শুরুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আঞ্চলিক পৃষ্ঠপোষক ইরানও তাদের পক্ষ নিয়ে এগিয়ে আসার সম্ভাবনা কম।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল