কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদপুর জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য এ কে আজাদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় ফরিদপুর মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান।
এ সময় বক্তারা অবিলম্বে এ কে আজাদের গ্রেফতার দাবি জানান। সেই সাথে প্রশাসনকে হুঁশিয়ারি করে বক্তারা বলেন, বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দেয়া হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিডি-প্রতিদিন/শআ