‘দূরশিক্ষায় অগ্রণী, উন্নয়নের অদম্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠার ৩২ বছর পেরিয়ে ৩৩ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভা।
সকালে নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ও রংপুর বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আবু হাফিজ মো. ফজলে নিজামী। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, আর বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনে অংশ নেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি-যা ছিল অনুষ্ঠানটির অন্যতম মানবিক ও অন্তর্ভুক্তিমূলক দিক। র্যালিটি রংপুর আঞ্চলিক কেন্দ্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্র চত্বরে এসে শেষ হয়।
প্রধান অতিথি আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামী বলেন, ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা বিস্তারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যারা সময়, অর্থ বা দূরত্বের কারণে নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত, তাদের জন্য বাউবি খুলে দিয়েছে নতুন দিগন্ত। এই দূরশিক্ষা পদ্ধতির মাধ্যমে ঘরে বসেই মানুষ উচ্চশিক্ষা অর্জন করছে- যা একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ আজিজার রহমান, উপ-আঞ্চলিক পরিচালক মো. আবু সায়েম, সহকারী পরিচালকবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা।
তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা বলেন, ‘বাউবি আমাদের শিক্ষার সুযোগ করে দিয়েছে, যা সমাজে আমাদের মর্যাদা ও আত্মবিশ্বাস দুটোই বাড়িয়েছে। আমরা চাই এ ধরণের উদ্যোগ আরও বিস্তৃৃত হোক, যেন সবাই সমানভাবে শিক্ষার সুযোগ পায়।’
বিডি-প্রতিদিন/জামশেদ