লেগ স্পিনার রিশাদ হোসেনের টার্ন, গুগলি ও আরমার বুঝতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। বিনা উইকেটে ৫১ রান তোলার পর ১৩৩ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ম্যাচটি হেরে যায় ৭৪ রানে। হেরে পিছিয়ে পড়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে। দ্বিতীয় ওয়ানডে আজ। মিরপুরের কালো মাটির স্পিন উইকেটে ঘুরে দাঁড়াতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ নতুন দুই ক্রিকেটারদের সংযোজন করেছে স্কোয়াডে। টাইগার স্পিনারদের কাউন্টার দিতে দলে নিয়েছে বাঁ-হাতি স্পিনার আকিল হোসেনকে। ৩২ বছর বয়সি স্পিনার গত রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আজ হয়তো খেলতেও দেখা যেতে পারে আকিলকে। তার সঙ্গে আরও এক পেসার যোগ দিচ্ছেন স্কোয়াডে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সি বাঁ-হাতি পেসার র্যামন সিমন্ডস। এর আগে দুটি টি-২০ খেলেছেন তিনি। দুজনের অন্তর্ভুক্তিতে দেশে ফিরে যাচ্ছেন জেদাইয়া ব্লেডস ও শামার জোসেফ। বাংলাদেশও স্কোয়াডে নিয়েছে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।