নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে মঙ্গলবার সোনাইমুড়ী বাইপাস চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন সর্বদলীয় ছাত্র, শিক্ষক এবং স্থানীয় জনসাধারণ।
সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই কর্মসূচিতে সড়ক অবরোধসহ মানববন্ধনের মাধ্যমে একটাই দাবি জানানো হয় “নোয়াখালী বিভাগ চাই।”
এসময় তারা হুঁশিয়ার করেন, বিভাগ না হওয়া পর্যন্ত তারা মাঠে অবস্থান অব্যাহত রাখবেন।
বিডি প্রতিদিন/হিমেল