দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্পিনার কেশব মহারাজ। ২০২৪-২৫ মৌসুমে ৭ টেস্টে ৪০ উইকেট শিকার করেছেন। পাশাপাশি গত টি-২০ বিশ্বকাপে ১১ উইকেট শিকার করেছেন। এরই পুরস্কার পেলেন কেশব। দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা নারী ক্রিকেটারও হয়েছেন একজন স্পিনার। তিনি নননুলুলেকো লাবা। নারীদের গত টি-২০ বিশ্বকাপে ১২ উইকেট শিকার করেছেন তিনি। এ ছাড়া গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ১০ উইকেট শিকার করেন লাবা।
দারুণ সময় পার করেছেন তিনি। এরই স্বীকৃতি পেলেন বর্ষসেরা হয়ে।