নারী ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে ঈদের ছুটি নেননি নিগার সুলতানারা। ছুটিতে না গিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর নিগার বাহিনী অনুশীলন করে মিরপুর একাডেমি মাঠে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে বাংলাদেশকে বাছাইপর্বের কঠিন ব্যারিয়ার টপকাতে হবে। ছয় দলের বাছাইপর্ব থেকে মাত্র দুটি দল সরাসরি খেলবে ভারতের মাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপ। ছুটি না নিয়ে অনুশীলন করায় একটু মনোকষ্ট পেয়েছেন নিগাররা। তারপরও বিশ্বকাপে খেলার স্বপ্নে বিভোর নিগাররা এ কষ্ট মেনে নিয়েছেন। তিনি বলেন, ‘প্রস্তুতির জন্য ঈদের ছুটিতে বাসায় যেতে পারিনি। ঈদের আগের দিনও অনুশীলন করেছি। আমরা জানি, দলের জন্য বিশ্বকাপ বাছাইপর্ব কতটা গুরুত্বপূর্ণ। একটা দল যখন আইসিসি বড় ইভেন্টে খেলে, তখন দলটাকে সবাই ভিন্নভাবে দেখে। ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারলে আইসিসির কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ মেলে। আমাদের ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় ব্যাপার। শেষবার যখন আমরা বিশ্বকাপ খেলেছি, তারপর কিন্তু আমাদের ম্যাচের সংখ্যা অনেক বেড়ে গেছে। সম্মানের দিক থেকে বলেন, আর্থিকভাবে বলেন, আমরা খেলোয়াড়রা অনেক লাভবান হয়েছি।’
সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেসেটেরেতে শেষ ওয়ানডে যদি জিততেন নিগাররা, তাহলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলত বাংলাদেশ। আট দলের ওয়ানডে বিশ্বকাপ বসবে ২৯ সেপ্টেম্বর-২৬ অক্টোবর। সরাসরি খেলার সুযোগ পাওয়া ছয় দল স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাকি দুই দলের বাছাইপর্বের খেলা হবে পাকিস্তানে। বাছাইপর্ব শুরু হবে ৯ এপ্রিল। বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল, প্রতিপক্ষ থাইল্যান্ড। বাছাইপর্ব খেলতে নিগার বাহিনী পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে আজ। বাছাইপর্বে নিগারদের বাকি ম্যাচ যথাক্রমে ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ। দিনের ম্যাচ সকাল ১০টায় এবং দিবা-রাত্রির ম্যাচ দুপুর আড়াইটায় শুরু হবে। বাছাইপর্ব টপকে খেলার চূড়ান্ত পর্বে খেলতে চান নারী দলের অধিনায়ক নিগার। তিনি বলেন, ‘গতবারও আমাদের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ খেলতে হয়েছে। এবারও একই ঘটনা। হয়তো আমাদের সুযোগ ছিল সরাসরি খেলার, কিন্তু সেটা নিতে পারিনি। এবারও সবার প্রত্যাশা, যেন বিশ্বকাপ খেলতে পারি।’ দলের প্রস্তুতি নিয়ে বলেন, ‘আমাদের যা যা করণীয় ছিল, যতটুকু আয়ত্তে ছিল করেছি। আমরা ফ্লাডলাইটেও অনুশীলন করেছি। সবাই অনেক সিরিয়াস।’ প্রস্তুতি ভালো হয়েছে বলা যায়। ওখানে গিয়েও প্রস্তুতি ম্যাচ খেলব। আমার মনে হয় টুর্নামেন্ট শুরুর আগে দল পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।’