পাকিস্তানের পেসারদের সাঁড়াশি আক্রমণের মুখে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন মার্ক চ্যাপম্যান। নেপিয়ারে ৫০ রানে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড যখন কোণঠাসা, চ্যাপম্যান তখন দলকে টেনে যান ড্যারিল মিচেল ও মুহাম্মদ আব্বাসকে সঙ্গী করে। চ্যাপম্যানের ১১১ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১৩২ রান, মিচেলের ৮৪ বলে ৪টি করে চার ও ছক্কায় ৭৬ এবং অভিষিক্ত আব্বাসের ২৬ বলে ৩টি করে চার ও ছক্কায় নিউজিল্যান্ড সংগ্রহ করে ৯ উইকেটে ৩৪৪ রান। ম্যাচে নিউজিল্যান্ডের আব্বাস ও পাকিস্তানের দুই পেসার আকিফ জাভেদ ও মোহাম্মদ আলির অভিষেক হয়। পাকিস্তানের দুই পেসার বিপিএলের গত আসর মাতিয়ে গেছেন। জিততে পাকিস্তানের টার্গেট ৩৪৫ রান। সাবেক অধিনায়ক বাবর আজমের ৮৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৮, সালমান আগার ৪৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৮ রানে ভর করে ৪৪.১ ওভারে ২৭১ রানে অলআউট হয় পাকিস্তান। ৭৩ রানে জিতে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে যায়। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হ্যামিল্টনে ২ এপ্রিল এবং ৫ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে মাউন্ট মনগুনাইয়ে। ৫ ম্যাচ টি-২০ সিরিজ নিউজিল্যান্ড জিতেছে ৪-১ ব্যবধানে।