স্প্যানিশ লা লিগায় জয়রথ অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। টানা ১০টির মধ্যে ৯টি ম্যাচে জিতেছে কাতালানরা। শুধু একটি ম্যাচ ড্র করেছে তারা। ওসাসুনার বিপক্ষে বার্সার এই ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল চলতি মাসের শুরুর দিকে। কিন্তু বার্সার এক চিকিৎসকের মৃত্যুতে ম্যাচটি স্থগিত করা হয়। নতুন সূচিতে আন্তর্জাতিক বিরতির ঠিক পরই ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেয় লা লিগা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে স্থগিত হওয়া ম্যাচটি মাঠে গড়ায়। ম্যাচে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। দুই দলের প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ৪-২ গোলে হেরেছিল বার্সেলোনা।
এবার ঘরের মাঠে প্রতিশোধ নিল হ্যান্সি ফ্লিকের সতীর্থরা। ফেরান তোরেস, ওলমো ও রবার্ট লেবানডস্কির গোলে বার্সেলোনা সহজ জয়ে পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে। এর মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেছে টেবিলের শীর্ষে থাকা দলটি। ২৮ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট বার্সেলোনার। ৬০ পয়েন্ট নিয়ে দুই রিয়াল মাদ্রিদ, ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু সবকিছুর পরেও ওলমোর ইনজুরি দলকে দুঃশ্চিন্তায় ফেলেছে। ধারণা করা হচ্ছে, আগামী দুই থেকে তিন সপ্তাহ ওলমোকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
এদিকে ব্যস্ত সূচির কারণে লিগ কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বার্সার কোচ ও খেলোয়াড়রা। কেননা গত ২০ দিনে এ নিয়ে সাতটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। রবিবার আবারও লা লিগায় জিরোনার মোকাবিলা করবে কাতালানরা। ওসাসুনার ম্যাচের পর থেকে জিরোনার ম্যাচের আগ পর্যন্ত ৬৪ ঘণ্টা সময় হাতে আছে ফ্লিকের সতীর্থদের। দলের ক্ষতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বার্সার কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘মাঠে নামার জন্য এটা সঠিক সময় ছিল না। মাত্রই আন্তর্জাতিক বিরতি শেষ হয়েছে। আমরা জিতেছি ঠিকই। কিন্তু এজন্য আমাদের বড় ক্ষতি হয়ে গেছে। ওলমোকে হারাতে হয়েছে।’ ব্যস্ত সূচির বিষয়ে কোন্দ বলেন, ‘খেলোয়াড়রা তো আর যন্ত্র নয়। মাঠে সব ধরনের চাহিদা মেটানোর জন্য আমাদের বিশ্রামের প্রয়োজন হয়। বড় কথা হলো, এত ব্যস্ত সূচি রেখে ফুটবলারদের প্রতি অসম্মান করা হয়। এটা সবাইকে বোঝা উচিত।’