বাংলাদেশ সিরিজে পাওয়া হ্যামস্ট্রিং চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই তারকা লেগ স্পিনিং অলরাউন্ডারকে ছাড়াই জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা।
আফ্রিকার দলটির বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা টপ অর্ডার ব্যাটসম্যান পাভান রাত্নায়েকে।
গত মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। যার ফলে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। সময়মতো সেরে না ওঠায় জিম্বাবুয়ে যেতে পারছেন না ২৮ বছর বয়সী ক্রিকেটার।
হাসারাঙ্গার অনুপস্থিতিতে স্পিনিং বিভাগের নেতৃত্বে থাকবেন মাহিশ থিকশানা ও জেফ্রি ভ্যান্ডারসে। দলে আছেন স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে ও কামিন্দু মেন্ডিসও। অফ স্পিনে কার্যকর ভূমিকা রাখতে পারেন অধিনায়ক চারিথ আসালাঙ্কাও। বিশেষজ্ঞ পেসার হিসেবে দলে আছেন আসিথা ফার্নান্দো, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশাঙ্কা। পেস বোলিং অলরাউন্ডার মিলান রাত্নায়েকেও আছেন স্কোয়াডে।
ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে দলে জায়গা করে নিয়েছেন পাভান। গত মাসে ডারউইনে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে সেঞ্চুরি উপহার দেন ২২ বছর বয়সী ক্রিকেটার। সেই ফর্ম ধরে রাখেন তিনি মেজর ক্লাব লিমিটেড ওভার টুর্নামেন্টে। ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতার সেমি-ফাইনালে তামিল ইউনিয়নের বিপক্ষে ৬৩ রান করেন কলম্বো ক্রিকেট ক্লাবের পাভান। পরে পুলিশ স্পোর্টস ক্লাবের বিপক্ষে ফাইনালে অপরাজিত ১৫৮ রানের ইনিংস খেলে দলের জয়ে রাখেন বড় অবদান।
এখন পর্যন্ত ৭৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৬ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে ২ হাজার ৫১০ রান করেছেন পাভান। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩২ ম্যাচে তার রান ১০১.২৩ স্ট্রাইক রেটে ২৪৫।
অনেকদিন ধরে নির্বাচকদের দরজায় কড়া নাড়া নুয়ানিদু ফার্নান্দোকে অবশেষে ফেরানো হয়েছে দলে। ২০২৩ সালের জানুয়ারিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া এই ব্যাটসম্যান পাঁচ ওয়ানডের সবশেষটি খেলেন ২০২৪ সালের নভেম্বরে। আর লঙ্কানদের হয়ে একমাত্র টি-টোয়েন্টিতে তিনি মাঠে নামেন ২০২৩ সালের অক্টোবরে।
গত মাসে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দুটি লিস্ট ‘এ’ ম্যাচে যথাক্রমে ৮২ ও ৪০ রান করেন নুয়ানিদু। প্রথম শ্রেণির দুই ম্যাচের তিন ইনিংসে তার ব্যাট থাকে আসে যথাক্রমে ৩৪, ১০৪* ও ১০২ রান।
এশিয়া কাপ ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে তিন দলের একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে শ্রীলঙ্কা। যেখানে জাতীয় দলের খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নেন। এসএলসি টি-টোয়েন্টি লিগে চার ইনিংসে দুটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস উপহার দেন নুয়ানিদু।
সব মিলিয়ে এখন পর্যন্ত ৭২ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে দুই হাজার ৯৩ রান করেছেন নুয়ানিদু। তার নামের পাশে তিন সেঞ্চুরির সঙ্গে ফিফটি ১৫টি। আর ৬৭ টি-টোয়েন্টিতে এক সেঞ্চুরি ও আট ফিফটিতে তার রান এক হাজার ৩৭৮, স্ট্রাইক রেট ১২৩.৯২।
সবশেষ গত বছরের নভেম্বরে ওয়ানডে ও জুনে টি-টোয়েন্টি খেলা সাদিরা সামারাউইক্রামাকেও দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়েতে দুটি ওয়ানডে ও তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। আগামী ২৯ ও ৩১ অগাস্ট হবে ৫০ ওভারের ম্যাচ দুটি। টি-টোয়েন্টি তিনটি মাঠে গড়াবে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে হারারেতে।
জিম্বাবুয়ে সফরের শ্রীলঙ্কা দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রাত্নায়েকে, দুনিথ ওয়েলালাগে, মিলান রাত্নায়েকে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, আসিথ ফার্নান্দো, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশাঙ্কা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ