মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। বুধবার দিবাগত রাত ৪টার দিকে ৪ নম্বর ফেরিঘাট নদীতে বিলীন হয়ে যায়। ফলে বৃহস্পতিবার সকাল থেকে ওই ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঘাটের পন্টুনের র্যাম নদীতে পড়ে যায়। পরে বিআইডব্লিউটিসির ক্রেন দিয়ে তা উঠানোর চেষ্টা চলছে। এদিকে ৩ ও ৫ নম্বর ফেরিঘাটও মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় এগুলোও নদীতে বিলীন হতে পারে। এতে ফেরি চলাচলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে।
আগস্টের শুরু থেকেই এ এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করে। গত ১২ আগস্ট ৫ নম্বর ঘাটে ভাঙন শুরু হলে দুদিন ফেরি চলাচল বন্ধ থাকে। ১৫ আগস্ট ৪ নম্বর ঘাটেও ভাঙন দেখা দেয়। বিআইডব্লিউটিএ জিও ব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু বুধবার রাতে আবারও ঘাটটি নদীগর্ভে তলিয়ে যায়।
বর্তমানে ৩ নম্বর ঘাটেও ফাটল দেখা দিয়েছে। বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, ফেরিঘাট ছাড়াও আশপাশের ঘরবাড়ি ও স্থাপনাও হুমকির মুখে রয়েছে। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ আগাম কার্যকর ব্যবস্থা নিলে এ পরিস্থিতি তৈরি হতো না।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, ৪ নম্বর ঘাটের পন্টুন বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ৩ ও ৫ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ