চাঁদপুরে মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর আলাদা অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, দুপুরের দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফরিদগঞ্জ উপজেলার কাজির বাজার এলাকা থেকে মাদক কারবারি মো. রুবেল মিয়াকে (৩১) গ্রেফতার করে। তার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা জব্দ করা হয়।
এছাড়া, সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প থেকে মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় মাদক কারবারি মো. দুলাল (৪৮), আবুল কাশেম (২৮), মো. রুবেল হোসেন (৩৪) ও আব্দুল বাতেনকে (৬৪) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম গাঁজা ও আট বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
পরে জব্দ মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ