হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে। তিনি এশিয়ার আকর্ষণীয় বসুন্ধরা স্পোর্টস সিটিতে আসবেন না তা কি হয়। দেশের সেরা ফুটবল ভেন্যু বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারিনায় ঠিকই দেখা মিলল তাঁর। সেই সঙ্গে ইতিহাসের পাতায় জায়গা করে নিল এ স্টেডিয়াম। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবেন। ঢাকা ছাড়ার আগে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ দলের সঙ্গে হামজাও কিংস অ্যারিনায় অনুশীলন করেন। হামজার আগমন ঘিরে উৎসব-উদ্দীপনার সৃষ্টি হয়। বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো খেলবেন। আর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা জনপ্রিয় এ ফুটবলারের অনুশীলন হলো কিংস মাঠে; যা বাংলাদেশের ফুটবলে ইতিহাস হয়ে থাকবে। ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো খেলোয়াড় বাংলাদেশে অনুশীলন করবেন তা স্বপ্নেও ভাবা যেত না। সে স্বপ্নটা বাস্তবে রূপ নিল বসুন্ধরা কিংস অ্যারিনায়।
এ মাঠে বাংলাদেশের সঙ্গে খেলে গেছে বিশ্বকাপ খেলা এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ ও আফগানিস্তান। এ ছাড়া ফিলিস্তিন এবং লেবাননও খেলেছে। এশিয়ান কাপ ক্লাব ফুটবলে ভারতের বিখ্যাত ক্লাব মোহনবাগান, ওড়িশা এফসি ও মালদ্বীপের বিখ্যাত মারজিয়া লড়েছে বসুন্ধরা কিংসের বিপক্ষে। নারী ফুটবলেও আন্তর্জাতিক ম্যাচ হয়েছে কিংস অ্যারিনায়। এত অল্প দিনে এতগুলো ম্যাচ আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। বিদেশি দলগুলো কিংস অ্যারিনার প্রশংসা করে গেছে।
বসুন্ধরা কিংস সভাপতি ও বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বলেন, ‘কিংস অ্যারিনায় হামজার আগমন নিঃসন্দেহে বড় প্রাপ্তি।’ কিংস অ্যারিনায় ঘরোয়া ফুটবলে সব আসর, আন্তর্জাতিক ও এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ হয়। চার বছরে কিংস অ্যারিনায় যে প্রাপ্তি তাতে দেশ তো বটেই, বিশ্ব ফুটবলে বিরল বলা যায়।