বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের ষষ্ঠ রাউন্ড শেষ। ৫ জয়ে ১০ পয়েন্টে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। সমান ৫টি করে ম্যাচ জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক। কিন্তু রানরেটে সবার ওপরে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের রানরেট ১.৫১৮। গাজীর রানরেট ১.২৩৯ এবং অগ্রণীর রানরেট ০.৫০৫। গতকাল শেষ হওয়া ষষ্ঠ রাউন্ডে বিকেএসপি-৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ৪৬ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। বিকেএসপি-৩ নম্বর মাঠে আবদুল মজিদের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব শেষ বলের বাউন্ডারিতে ৪ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিংকে। রূপগঞ্জ টাইগার্সের লিগে এটা প্রথম জয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাব ২ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে তুলে নিয়েছে চতুর্থ জয়। প্রথম ব্যাটিংয়ে বিশাল চৌধুরীর ৮৩, মিজানুর রহমানের ৫০ ও আইচ মোল্লার ৬৫ রানে ভর করে ব্রাদার্স সংগ্রহ করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান। ২৯১ রানের টার্গেটে ১০০ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে গুলশান। সেখান থেকে ৯৯ রানের জুটি গড়েন নাইম ইসলাম ও ইলিয়াস সানি। ব্যক্তিগত ৫০ রানে আউট হন নাইম। ইলিয়াস করেন ৫৩ রান। শেষ দিকে ফরহাদ রেজা ও মেহেদি হাসানের ব্যাটিং দৃঢ়তায় ৯ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় গুলশান। ম্যাচসেরা ফরহাদ অপরাজিত থাকেন ৪৭ রানে এবং মেহেদি অপরাজিত থাকেন ৩২ রানে। পারটেক্সের ২২৩ রান টপকাতে শেষ বলে ৩ রান দরকার ছিল রূপগঞ্জের। সেঞ্চুরি পেতে মজিদের দরকার চার রান। বাউন্ডারি মেরে রূপগঞ্জকে অবিশ্বাস্য জয় উপহার দেন মজিদ ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে। অগ্রণী ব্যাংক প্রথম ব্যাটিংয়ে ৭ উইকেটে ২৮৪ রান করে। জবাবে রায়হান রহমানের ১০৬ রানের পরও শাইনপুকুর সংগ্রহ করে ৫ উইকেটে ২৪৮।
শিরোনাম
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
- চবিতে ‘রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জামালপুরে রেড ক্রিসেন্টের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
- মাদক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
- জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার
- চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
- পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন
অগ্রণী গুলশান রূপগঞ্জ টাইগার্সের জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর