বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন নতুন ঘটনা ঘটছে। কিছুদিন আগে প্রথমবারের মতো জার্সির স্পন্সর হিসেবে নাম লিখিয়েছে দৌড়। এবার জাতীয় পুরুষ দলের প্রধান স্পন্সর হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ফুটবলকে সাফল্য ও জনপ্রিয়তার ধারায় ফিরিয়ে আনতে চায় বাফুফে ও ইউসিবি। গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির এমন আশাবাদই ব্যক্ত করলেন। বাফুফের পক্ষে তাবিথ আউয়াল এবং ইউসিবির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির বলেন, ‘আমরা আগামী পাঁচ বছর বাফুফের পাশে থাকব।’ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি দেখতে চায় ইউসিবি। পাশাপাশি খেলার মান, জনপ্রিয়তা এবং ব্র্যান্ডিং ভ্যালুও বাড়াতে চায় তারা। বাফুফে সভাপতি বলেন, ‘অর্থনৈতিক দিক দিয়ে এ কমিটি স্বচ্ছতা নিশ্চিত করেছে বলেই ফিফা ক্লিনশিট দিয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে ফুটবলের সঙ্গে।’ সামনে আরও অনেক স্পন্সর পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। হামজা চৌধুরীর মতো আরও অনেক ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। তাদেরও ধীরে ধীরে জাতীয় দলের অন্তর্ভুক্ত করতে চায় বাফুফে।