নেইমার ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে। টানা পাঁচ বছর এই ক্লাবে খেলেন তিনি। হয়ে ওঠেন বিশ্বের অন্যতম তারকা ফুটবলার। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় আসার আগে এই ক্লাবের জার্সিতে ২২৫ ম্যাচে ১৩৬ গোল করেন নেইমার। ছেলেবেলার সেই ক্লাবে আবারও ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা। ৭ ম্যাচ খেলে করেছেন ৩ গোল। সবমিলে ২৩২ ম্যাচ খেলে সান্তোসে ১৩৯ গোল করেছেন নেইমার।