বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেন তিনি। উভয় পক্ষের আলোচনায় যৌথভাবে কাজ করার অনেক ক্ষেত্রই বেরিয়ে এসেছে। পাশাপাশি ইইউ কীভাবে বিসিবির সঙ্গে কাজ করতে পারে সে বিষয়েও কথা হয়েছে বৈঠকে। তবে ইইউ নারী ক্রিকেট ও প্রতিবন্ধীদের ক্রিকেটে আগ্রহী হলেও বিসিবি তাদের অন্য প্রকল্পেও যুক্ত করার চেষ্টা করছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে এই যৌথ কার্যক্রম বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে মিলারকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঘুরিয়ে দেখান এবং বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি তুলে দেন ফারুক আহমেদ। সম্প্রতি বাংলাদেশে অবস্থিত ইউরোপিয়ান অ্যাম্বাসির উদ্যোগে ‘ইইউ গো অন’ নামের একটি স্পোর্টস ইভেন্টের আয়োজনের উদ্যোগ নিয়েছে। ফেস্টিভ্যাল অব ইয়ূথ নামের ওই ইভেন্টে ৩০ সেকেন্ডের ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেনিস ও ইয়োগার ভিডিও পোস্ট করে পুরস্কারের পাশাপাশি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে। ভিডিও ‘ইইউ গেম অন’-এর মাধ্যমে ১৩ মার্চের মধ্যে পাঠানোর জন্য বলা হয়েছে।