আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি করেছেন চার ক্রিকেটার। প্রথম ক্রিকেটার হিসেবে এ টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি করেন ভারতীয় সাবেক তারকা সৌরভ গাঙ্গুলী। এরপর দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং ভারতের শিখর ধাওয়ানও এই মাইলফলক স্পর্শ্ব করেন।