খেলাধুলার মাধ্যমে শিশুদের সুস্থ দেহ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ শিশু কিশোর ক্রীড়া উন্নয়ন পরিষদ সরকারের কাছে ১০ কোটি টাকা বাজেট চেয়েছে। গতকাল পরিষদের চেয়ারম্যান এস এম পবিত্র আল ইবাদত ও সাধারণ সম্পাদক এস এস অ্যাপোলোসহ কেন্দ্রীয় নেতারা বাজেট চেয়ে সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবের কাছে আবেদন করেন। আবেদনপত্রে বলা হয়, সারা দেশের সব পর্যায়ের খেলাধুলায় আকৃষ্ট শিশু কিশোরদের সব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে থেকে যাচাইবাছাই করে সুপার প্লেয়ারদের নিয়ে চিলড্রেন ওয়ার্ল্ড কাপের (অনূর্ধ্ব-১০) কার্যক্রম চলমান রাখতে চায় শিশু কিশোর ক্রীড়া উন্নয়ন পরিষদ।