‘জনগণের জন্য, দেশের জন্য’ স্লোগানকে ধারণ করে কাজ করে যাচ্ছে দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দেশের অগ্রযাত্রায় যারা এর পেছনে কাজ করছেন তাদেরও মূল্যায়ন করছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন সময় সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলার অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলার আয়োজন করা হয়। যার মাধ্যমে একে অপরের পরিবারের সদস্যদের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ হয়। স্ত্রী ও সন্তানের নিয়ে দারুণ সময় পার করেন তারা। এক কোর্টে যখন বাবারা প্রতিযোগিতা করছেন, ঠিক তখন আরেক কোর্টে ব্যাডমিন্টন ব্যাট হাতে আনন্দ করছেন তাদের সন্তানরা। এরই ধারাবাহিকতায় শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার। জমকালো আয়োজনের মধ্য দিয়েই বসুন্ধরা গ্রুপে কর্মরতদের নিয়ে ‘বসুন্ধরা করপোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস সিটির নর্থ জোনের ইনডোরে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এ টুর্নামেন্ট। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ডিজিএম, এজিএম ও অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ লেভেলের কর্মকর্তারা। পুরুষ একক ও ডাবল ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা। মূলত বসুন্ধরা গ্রুপের সেক্টর ‘সি’-এর আয়োজনে এ ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
টুর্নামেন্টে পুরুষ একক জুনিয়র ক্যাটাগরিতে এস কে মঈনুল হাসানকে ২১-৬ ও ২১-১০ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মো. ফাইয়াজ। পুরুষ দ্বৈত জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মঈনুল হাসান-আশিকুর রহমান এবং রানার্সআপ মোহাম্মদ শামীম আল মাহমুদ-মো. মামুন অর রশীদ। তাদের গেম পয়েন্ট ছিল ২১-১০ ও ২১-১২। অন্যদিকে পুরুষ একক সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মামুনুর রশীদ। রানার্সআপ ইমরুল হাসান। তাদের গেম পয়েন্ট ছিল ২১-৭ ও ২১-১৪। তৃতীয় স্থান ইমরান বিন ফেরদৌস। পুরুষ দ্বৈত সিনিয়র ক্যাটাগরির ম্যাচে মুখোমুখি হন মো. ইমরুল হাসান-মো. তারিকুল ইসলাম চৌধুরী ও মামুনুর রশীদ-মো. মাসুদুর রহমান মান্না। প্রথম রাউন্ডে ২১-১১ গেমে হারলেও দ্বিতীয় রাউন্ডে দারুণ লড়াই করেন ইমরুল-তারিকুল জুটি। পিছিয়ে গিয়েও ২১-২১ গেমে সমতা ফেরান। শেষ পর্যন্ত ২৪-২২ গেমে তাদের পরাজিত করে পুরুষ দ্বৈত সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মামুনুর-মাসুদুর জুটি।
গতকাল বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও তার ছেলে শেজাদ আকবর সোবহান টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বসুন্ধরা গ্রুপের ডিএমডি অ্যান্ড হেড অব অ্যাকাউন্টস ফিন্যান্স ইমরুল হাসান ও টি-স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক উপস্থিত ছিলেন।