নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। ৫১ বছর পর নেপালের বিপক্ষে সিরিজ দিয়ে আবার কাবাডি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথমবার কাবাডি টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। পাঁচ দশক পর দারুণ পারফরম্যান্সে নেপালকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল মিজানুর-রাজিবের বাংলাদেশ। গতকাল পল্টনে সিরিজের প্রথম ম্যাচে ৫৩-২৯ পয়েন্টে জিতেছে লাল-সবুজের দল। প্রথমার্ধে আধিপত্য করে ২৮-১১ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে কোর্টে নামবে আজ। বাকি তিনটি ম্যাচ ২৫, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের হয়ে খেলছেন, মিজানুর রহমান (অধিনায়ক), দিপায়ন গোলদার, রাজিব আহমেদ, নেসার হাওলাদার, নাসির উদ্দিন, লিটন আলী, রোমান, ফেরদৌস শেখ, মনিরুল চৌধুরী (সহঅধিনায়ক), রাজু শেখ, রাসেল হোসেন, অমল চন্দ্র রায়, সবুজ মিয়া, আল আমিন, আসাদুজ্জামান ও সাজিদুল চাকলাদার।