অনুমতি ছাড়াই এবার এস্তোনিয়ার ভেতর ঢুকে গেল রাশিয়ার তিনটি যুদ্ধবিমান। যেগুলো ১২ মিনিট দেশটির আকাশসীমায় অবস্থান করে।
শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়ার চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে এস্তোনিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তিনটি রুশ মিগ-৩১ তাদের আকাশসীমায় প্রবেশ করে। যুদ্ধবিমানগুলো ফিনল্যান্ড উপসাগর দিয়ে ঢোকে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস শাহনা বলেছেন, “রুশ যুদ্ধবিমান চলতি বছরে চতুর্থবারের মতো এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আজকের ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। কারণ এইবার তিনটি যুদ্ধবিমান একসঙ্গে আমাদের আকাশসীমায় ঢুকে পড়েছে, যা আগে কখনও ঘটেনি।”
তিনি আরও বলেছেন, “ক্রমবর্ধমান আক্রমণাত্মক মনোভাব এবং সীমা লঙ্ঘন করার প্রবণতার কারণে রাশিয়ার ওপর দ্রুত রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো উচিত।”
এর আগে সম্প্রতি পোল্যান্ডের আকাশসীমায় ঢোকে রাশিয়ার একাধিক ড্রোন। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরমধ্যেই আবার এস্তোনিয়ায় প্রবেশ করল রুশ বিমানবাহিনীর যুদ্ধবিমান। সূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন
বিডি প্রতিদিন/একেএ