ভারতের বাঁহাতি পেসার আর্শদিপ সিং গড়লেন অনন্য কীর্তি। এশিয়া কাপে শুক্রবার রাতে ওমানের বিপক্ষে ম্যাচে তিনি ৩৭ রানে ১ উইকেট নেন তিনি। আর তাতেই বনে যান ভারতের ইতিহাসে প্রথম বোলার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করলেন।
আবুধাবিতে ম্যাচের শেষ ওভারে ওমানের ব্যাটার বিনায়ক শুক্লাকে আউট করে আর্শদিপ এই মাইলফলক স্পর্শ করেন। ম্যাচটি ভারত জিতেছে ২১ রানে। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়ছেন আর্শদিপ। তার বোলিং গড় ১৮-এর কাছাকাছি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি ভারতীয়:
আর্শদিপ সিং - ১০০ উইকেট (৬৪ ম্যাচ)
যুজবেন্দ্র চাহাল - ৯৬ উইকেট (৮০ ম্যাচ)
হার্দিক পান্ডিয়া - ৯৫ উইকেট (১১৬ ম্যাচ)
জাসপ্রিত বুমরা - ৯২ উইকেট (৭২ ম্যাচ)
ভুবনেশ্বর কুমার - ৯০ উইকেট (৮৭ ম্যাচ)
বিডি প্রতিদিন/নাজিম