সিলেটে বৃষ্টি কমছে, সেই সাথে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পাশাপাশি স্বস্তির খবর সিলেটের নদ-নদীর পানিও কমতে শুরু করেছে। বিশেষ করে সুরমার পানি বিপদসীমার নিচে নেমেছে। তবে কুশিয়ারা দুই পয়েন্টে এখনো সামান্য উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ মেঘলা থাকবে। সিলেট অঞ্চলের কোনো কোন এলাকায় হালকা থেকে মাঝারি, কোথাও আবার বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে।
গত কয়েকদিন সিলেটের তাপমাত্রা খুব বেশি না থাকলে শুক্রবার তাপমাত্রা বেড়েছে।
এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছির ২৪ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হয়েছে মাত্র ১৫ দশমিক ২ মিলিলিটার।
এদিকে সুরমা কানাইঘাট ও সিলেট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করলেও শুক্রবার পানি কমে বিপদসীমার নিচে নেমেছে। আর কুশিয়ারার পানি কমলেও এখনো আমলশীদ ও ফেঞ্চুগঞ্জে এখনো বিপৎসীমার কিছুটা উপরে আছে। আমলশীদে শূন্য দশমিক শূন্য ১ মিটার ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার শূন্য দশমিক শূন্য ৮ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত