প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ মুক্তি পায় চলতি বছরের ১৮ জুলাই। বাণিজ্যিক সাফল্যের দিক থেকে পর্দায় ইতিহাস গড়েছে এই নতুন জুটি। আহান পান্ডে ও অনীত পাড্ডার রসায়ন দেশেই প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছে। ওটিটি-তে মুক্তির পরেও সেই সাফল্যের ধারা অব্যাহত। গুঞ্জন, শুধু পর্দাতেই নয়, বাস্তবেও নাকি একে অন্যকে মন দিয়েছেন আহান ও অনীত।
পর্দায় আহান ও অনীতকে প্রেমে পড়তে দেখে দর্শকের মন ভরে উঠেছিল। এবার সেই কাহিনীই কি বাস্তবেও সত্যি হতে চলেছে? প্রযোজক আদিত্য চোপড়ার ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিনোদন দুনিয়ার অন্দরে তাদের (আহান পান্ডে ও অনীত পাড্ডা) প্রেমকাহিনি চর্চিত।
‘সাইয়ারা’ ছবির শুটিং করার সময়েই নাকি ধীরে ধীরে একে অন্যের প্রতি আকৃষ্ঠ হন তারা। শুটিং চলাকালীন তো বটেই, কাজ শেষ হওয়ার পরেও নাকি নায়িকার যত্নে কোনও ত্রুটি রাখতেন না নায়ক। আস্তে আস্তে গভীর বন্ধুত্বই প্রেমে পরিণত হয়। সূত্রের বক্তব্য, “অনীত ও আহান সম্পর্কে রয়েছেন।”
নবীন প্রজন্মের দুই শিল্পী, ‘সাইয়ারা’ মুক্তির পর অনেকেই তাঁদের ‘তারকা’ তকমাও দিয়েছেন। কিন্তু, এখনও নিজেদের সম্পর্ক নিয়ে নাকি মুখ খোলা বারণ তাদের।
প্রযোজক আদিত্য চোপড়া মনে করেন, ‘সিঙ্গেল’ তকমা মুছে ফেলার মতো সময় আসেনি তাদের। কর্মজীবন সবে শুরু, সম্পর্কের কথা প্রকাশ্যে এলে তা তাদের খ্যাতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
সূত্রের দাবি, সেই কারণে প্রকাশ্যে দুই অভিনেতার কেউই এখন সম্পর্কের কথা স্বীকার করবেন না। উল্লেখ্য, তারা দুইজনেই আদিত্য চোপড়ার সংস্থা ‘যশরাজ ফিল্মস’-এর সঙ্গে তিনটি ছবির চুক্তিতে সই করেছেন। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম