কুমিল্লা নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠ। চলছে মালেকা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় ও শৈলরাণী দেবী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট। মাঠের পশ্চিম পাশে দর্শকদের জটলা। খেলার আয়োজক কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলা। হীরকজয়ন্তী উপলক্ষে এ আয়োজন করা হয়। জটলার পাশে আয়োজকসহ অন্যরা অবস্থান করছেন। তাঁদের মাঝে একজন নারী বসে আছেন। তিনি কুমিল্লার প্রথম নারী স্কোরার। একজন নারীকে স্কোরিং করতে দেখে তাঁকে অনেকে দেখছেন আগ্রহভরে। এই দৃশ্য ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকের। এরপর তিনি একাধিক খেলার স্কোরিং করেন। তিনি নাসরিন সুলতানা লাইজু। লাইজু কাগজ কলমে আঁকেন খেলার চিত্রনাট্য। তিনি স্কোরিংয়ে এগিয়ে যেতে চান। পরিবারের সূত্র জানায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া গ্রামের বাসিন্দা কৃষি কর্মকর্তা অহিদুর রহমান ও হোসনেয়ারা বেগমের পাঁচ মেয়ে দুই ছেলের মধ্যে তিনি পঞ্চম। তিনি ফরিদা বিদ্যায়তন, সোনার বাংলা কলেজ হয়ে ভিক্টোরিয়া কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরিবারের মধ্যে লাইজুর মেজো বোন আইরিন সুলতানা ভলিবল খেলতেন। নাসরিন সুলতানা লাইজু জানান, তিনি স্কুলে ভলিবল খেলতেন। গার্লস গাইডের সঙ্গে যুক্ত ছিলেন। স্কুল প্যারেডে নেতৃত্ব দিতেন। তাঁর খেলার প্রতি খুব আগ্রহ ছিল। কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত খেলার সময় নিজেকে জড়িত করতে চেয়েছেন। স্কোরিংয়ে আগ্রহ প্রকাশ করেন। ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু সহযোগিতা করেন। প্রথম দিন ভুল হচ্ছিল। দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন। জেনু তাঁকে বললেন, তুমি পারবে। পরের দিন থেকে ভালো লাগতে শুরু করে। পুরো টুর্নামেন্টে স্কোরিং করেন। স্বামী সাইফুল ইসলাম মেরিন ইঞ্জিনিয়ার। প্রশিক্ষণ ও সুযোগ পেলে স্কোরিং নিয়মিত করতে চান বলে জানান লাইজু। সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম সোহেল বলেন, ‘কুমিল্লা অগ্রসর জেলা। তবে এখানে এখনো নারী আম্পায়ার ও নারী স্কোরার তৈরি হয়নি। লাইজুর এই পথচলা নারীদের জন্য উৎসাহব্যাঞ্জক। সুযোগ পেলে লাইজুরা আরও অনেক দূর এগিয়ে যাবেন।’ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু বলেন, ‘স্কোরিং খুব সহজ কাজ নয়। তাঁকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হয়। ব্যাটসম্যান কত রান করলেন, কতক্ষণ মাঠে ছিলেন, তাঁর জুটিতে কত রান হয়েছে। বোলার কত উইকেট পেয়েছেন ইত্যাদি খুঁটিনাটি তুলে ধরতে হয়। তিনি কুমিল্লার প্রথম নারী স্কোরার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। প্রশিক্ষণ দিয়ে তাঁকে আরও এগিয়ে দেয়া যেতে পারে।’
শিরোনাম
- নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
কাগজ কলমে আঁকেন খেলার চিত্রনাট্য
কুমিল্লার প্রথম নারী স্কোরার লাইজু
খেলার স্কোরিং খুব সহজ কাজ নয়। তাঁকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হয়। সে কাজটি করছেন নাসরিন সুলতানা লাইজু। কুমিল্লার প্রথম নারী স্কোরার তিনি। প্রশিক্ষণ দিয়ে তাঁকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের...
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর