অবৈধভাবে ভারত প্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে ফেনী ব্যাটালিয়ন বিজিবি। বৃহস্পতিবার জেলার পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের হরেন্দ্র কুমার শীলের ছেলে শ্রীদাম চন্দ্র শীল, আরেক ছেলে নোবেল চন্দ্র শীল, স্ত্রী সঞ্জীতা রানী শীল ও তার মেয়ে বর্ষা রানী শীল।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের নুরুল করিমের ছেলে মো. হাসান ও উত্তর কেতরাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. আলী আহমেদ নামে দুই মানবপাচারকারীর সাথে যোগাযোগের মাধ্যমে ৪ বাংলাদেশিকে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে।
বিজিবি ফেনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, বিজিবি টহলদল দেখে মানব পাচারকারী মো. হাসান পালিয়ে যায়। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সবসময় সজাগ রয়েছে। আটককৃত ৪ বাংলাদেশিকে পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই