আমজনতার দলের আহ্বানে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন ২০২৫ এর যাত্রা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল জাতীয় প্রেসক্লাবে সরকারি হাসপাতালে মানোন্নয়নের দাবিতে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। কর্মসূচি হতে ৮টি দাবি বাস্তবায়নে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন ২০২৫ এর ৮ দফা কর্মসূচি
১. সরকারি ওষুধ চুরি বন্ধ করো।
২. সরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের সকল যন্ত্রপাতির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করো।
৩. রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মানোন্নয়ন করো।
৪. চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগীর প্রতি মানবিক আচরণ নিশ্চিতকল্পে সদাচার প্রশিক্ষণ দাও।
৫. প্রতিটি হাসপাতালে স্বাস্থ্যকর পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করো।
৬. প্রতিটি জেলা ও উপজেলা স্বাস্থ্য অফিসে অভিযোগ নিষ্পত্তি সেল গঠন করো।
৭. সরকারি কর্মচারি কর্তাদের সরকারি হাসপাতালে চিকিৎসা বাধ্যতামূলক করো।
৮. জনপ্রতিনিধি ও তার পরিবারের সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ বাধ্যতামূলক করতে হবে।
তারেক রহমান আরও বলেন, চিকিৎসকরা বিসিএস শেষে উপজেলায় পোস্টিং হলে সেখানে কাজ করতে চান না। এভাবে সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। রোগ নির্ণয়ের মেশিন টুলস অনেক সময় ইচ্ছা করে অকেজো করে রাখা হয়, সঠিক রক্ষণাবেক্ষণ না করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য পাঠাচ্ছে।
সভাপতির বক্তব্যে সাধনা মহাল বলেন, আমরা সারাদেশে কমিটি করে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে নামবো, যদি আপনারা অব্যবস্থাপনা দেখেন লাইভটা অন করে দেবেন। আমরা স্বাস্থ্যে জবাবদিহিতা চাই, অষুধ চুরি দালালদের দৌরাত্ম্য চলিবে না আর কোন ছাড় দেওয়া হবে না।
সুরাইয়া ইয়াসমিনের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক, ফয়সাল আহমেদ, মাওলানা আরিফ বিল্লাহ, নাজমুল হক, আসাদুজ্জামান, আবুল কালাম, আসগর হোসেন জিহাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত