চন্দ্রাহত বলেই তো এমন বন্ধুর পথ, জীবন্ত মৃত্যুর পথ আলগোছে
নির্বাচন করেছি নিজেই। পুড়তে পুড়তে একজীবন নিভে যায়
আশা কিন্তু থেকে গেল অপূরণই, হায় রে আশা বেলাজা প্রত্যাশা!
সৃষ্টিছাড়া বলেই তো উপেক্ষিত হতে হতে অসম্মান করেছি নিজের,
অর্জনের খুদকুঁড়ো যা কিছু কপালে ছিল, ভালোবেসে গ্রহণ করেছি।
সামান্যকে ভেবেছি অধিক, স্বপ্নে স্বপ্নে লোভাতুর আনত হয়েছি,
নীলকণ্ঠ হবো বলে মধু ছেড়ে বিষভাণ্ডে দিতে হলো তৃষিত চুমুক-
চন্দ্রাহত মানুষের এরকমই বিধিলিপি সংসারের আদিম নিয়ম
করুণার গোপন ছোরায় তোমরা দীর্ণ বিদ্ধ জখমে পেয়েছো সুখ
কিন্তু সেই অপমান পুষ্প আর নদী হয়ে স্নিগ্ধতায় ছড়ালো সৌরভ...