১.
মুহূর্তগুলো চলে যায় নগ্নপায়
ধাবমান হীরের হরিণ
শুকনো ঘাসফুল তুমি
ঝরে গ্যাছো কালের বাতাসে
কবেকার আড্ডার নাহিদ শিরিন।
২.
বেলা তুমি আগুনের ফুল
না-কি ফুলের আগুন,
কিছু তার জানে অলি
কিছুটা ফাগুন।
১.
মুহূর্তগুলো চলে যায় নগ্নপায়
ধাবমান হীরের হরিণ
শুকনো ঘাসফুল তুমি
ঝরে গ্যাছো কালের বাতাসে
কবেকার আড্ডার নাহিদ শিরিন।
২.
বেলা তুমি আগুনের ফুল
না-কি ফুলের আগুন,
কিছু তার জানে অলি
কিছুটা ফাগুন।