যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে কানাডার স্থানীয় সময় বুধবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে বহু সংস্কৃতির দেশ কানাডায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন মসজিদে জড়ো হয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করেন।
কানাডার ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রবাসী বাংলাদেশিরাও সমাগত হয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করে। এসময়ে নামাজের পর আলোচনা করেন মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ। রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসগার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করেন।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা এদিন দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন।
বিডি প্রতিদিন/জামশেদ