সিডনিতে প্রাপ্তবয়স্ক কুরআন এবং আরবি ভাষা ক্লাস ইসলামিক স্টাডিজ স্কুল পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও রাতের খাবারের আয়োজন করে।
৩ মার্চ (সোমবার) মিন্টুস্থ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এই ইফতারে শিক্ষার্থী, শিক্ষক, তাদের পরিবার এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
ড. এখলাস উদ্দিন আহমেদ বাবুর সার্বিক তত্ত্বাবধানে কুরআন থেকে আলোচনা ও দোআ পরিচালনা করেন মুহাম্মদ গোলাম কিবরিয়া।
আয়োজক কমিটি জানান, ইনশাআল্লাহ, আমাদের শিক্ষার্থীরা পবিত্র কুরআন এবং আরবি ভাষার মাধ্যমে এই দুনিয়া ও আখিরাতে উপকৃত হওয়ার পাশাপাশি শুদ্ধভাবে নামাজ ও কুরআন পড়তে পারবে। তারা বিনীত অনুরোধ জানিয়ে বলেন, অনুগ্রহ করে নিয়মিত ক্লাসে যোগ দিন।
উল্লেখ্য, "প্রাপ্তবয়স্ক কুরআন এবং আরবি ভাষা ক্লাস" গত ১০ সেপ্টেম্বর, ২০১২ থেকে এর যাত্রা শুরু করে। এই ক্লাস প্রতি সোমবার বিকেল ৬ টায় শুরু হয়ে রাত সাড়ে ৯ টায় শেষ হয়। এছাড়াও মহিলাদের জন্য কুরআন এবং আরবি ভাষা ক্লাস পৃথকভাবে পরিচালিত হয়। বছর জুড়ে শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে অংশ গ্রহণ করে। সার্বিক সহযোগিতায় অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার। ১৩- ১৭ ঈগল ভিউ রোড, মিন্টু, নিউসাউথওয়েলস ২৫৬৬।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন