পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৪৮ হাজার ৬৬১ জন বাংলাদেশি।
হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত সর্বমোট ৪৮ হাজার ৬৬১ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৪ হাজার ৭৮ জন।
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১২৩টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি, সৌদি এয়ারলাইন্সের ৪১টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি।
হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২৪ হাজার ২৮৬ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৬ হাজার ১১২ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮ হাজার ২৬২ জন।
জানা গেছে, হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৬ হাজার ৬৯৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ।
সৌদি আরবে এ পর্যন্ত সাত জন হজযাত্রী/হাজী মারা গেছেন, যাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন মহিলা। মৃতদের মধ্যে মক্কায় তিনজন, মদিনায় চারজন মারা গেছেন ।
সবশেষ গত বুধবার মো. অহিদুর রহমান (৭২) নামে একজন মারা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।
এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮১ হাজার ৯০০। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। শেষ ফ্লাইট যাবে ৩১ মে।
এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। ১০ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন