চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ও পাঁচটি মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৪০) আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে সাথী এন্টারপ্রাইজের মালিক।
দেলোয়ার জানান, তার দোকানে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি বিকাশ ও নগদ লেনদেন করা হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শিকলবাহা ক্রসিং মোড়ে পেছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে মাথায় আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা এবং বিকাশ-নগদের লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিল।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।