ফরিদপুরে এক ঘরে পড়েছিল শিশুর রক্তাক্ত লাশ এবং পাশের ঘরে অন্তঃসত্ত্বা মাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। গতকাল সন্ধ্যায় সদরপুর উপজেলার পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর নাম হুজাইফা (৫) ও মায়ের নাম সুমাইয়া আক্তার (২২)। আগামী সপ্তাহে তার সিজার হওয়ার কথা ছিল। জানা যায়, ২০২০ সালে সুমাইয়ার সঙ্গে পূর্বকান্দি গ্রামের রমজানের বিয়ে হয়। হুজাইফা ছিল তাদের একমাত্র সন্তান। রমজান দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন। গত দুই বছর আগে তিনি দেশে ফেরেন এবং বর্তমানে অন্য কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রমজানের বাবা মোতালেব মুন্সি জানান, ঘটনার সময় তিনি বাড়ির কাছে ঘাস কাটছিলেন।
চিৎকার চেঁচামেচি শুনে বাড়িতে এসে ঘটনা জানতে পারেন। তিনি বলেন, রমজানের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক খুব ভালো ছিল। তবে প্রতিবেশীরা জানান, রমজান ও সুমাইয়ার মধ্যে প্রায়ই ঝগড়ার শব্দ শুনতে পেতেন তারা।
সদরপুর থানার ওসি সুদের রায় জানান, রমজান তার স্ত্রীর সঙ্গে ফরিদপুরে আছেন। তদন্ত না করে বোঝা যাচ্ছে না প্রকৃতপক্ষে কি ঘটেছিল।