রাজধানীর জুরাইনে ফুটপাত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তারা ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে।
গতকাল জুরাইন সালাউদ্দিন পেট্রল পাম্প সংলগ্ন যাত্রীছাউনির পাশে ফুটপাতের ওপর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। শ্যামপুর থানার এসআই ইরফান উদ্দিন জানান, তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মৃত একজনের পরিচয় জানা যায়। তার নাম মনির (৩৮)। বাড়ি বরিশাল উজিরপুর উপজেলার যোগিরকান্দা গ্রামে। বাবা মৃত আবদুর রশিদ। থাকতেন মুরাদপুর এলাকায়।
তার দুই স্ত্রী রয়েছে। তবে তাদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। খবর দেওয়ার পর দুই স্ত্রী এসে লাশ শনাক্ত করেছেন।