আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকারসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন কেরানীগঞ্জের বাক ও শ্রবণপ্রতিবন্ধীরা।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
কেরানীগঞ্জ বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা বলেন, বধির জনগোষ্ঠীর অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।
এসময় কেরানীগঞ্জে বধির সংগঠনের নামে নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য স্থানীয় সরকারের খাস জমি বরাদ্দ, ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের পুনর্বাসন, আর্থিক সহায়তা ও আবাসন নির্মাণ, সকল বধিরের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে বধিরদের জন্য সামগ্রী বিতরণ, ভিজিএফ কার্ড ইস্যু ও জিআর চাল বরাদ্দ, বধিরদের যাতায়াতের সুবিধার্থে গণপরিবহনে হাফ ভাড়ার ব্যবস্থা, ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের জন্য তফসিলি ব্যাংক থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান এবং জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকায় আসন্ন মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদানের প্রতি সমর্থন ও অংশগ্রহণকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
কেরানীগঞ্জ বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম টিপু বলেন, কেরানীগঞ্জে অসংখ্য শ্রবণপ্রতিবন্ধী মানুষ বসবাস করলেও রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই জনগোষ্ঠীর আর্থ–সামাজিক উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে আমরা সাত দফা দাবি উত্থাপন করেছি।
অবস্থান কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/হিমেল