টি-টোয়েন্টির রোমাঞ্চ শেষ, এবার সময় ওয়ানডে লড়াইয়ের। আজ (বুধবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ওয়ানডে পরিসংখ্যানে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকলেও আফগানিস্তান এখন আর সহজ প্রতিপক্ষ নয়। দুই দল এখন পর্যন্ত ৫০ ওভারের ফরম্যাটে মুখোমুখি হয়েছে মোট ১৯ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১১টি, আর আফগানিস্তান জিতেছে ৮টি ম্যাচ।
তবে দ্বিপাক্ষীয় সিরিজ বিবেচনায় দুই দল সমানে-সমান। বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজ জিতেছে দুটি করে।
শেষ পাঁচ ওয়ানডে দেখলেও এগিয়ে বাংলাদেশ, জয় ৩টি, আফগানিস্তানের ২টি। তবে সর্বশেষ দেখায় এগিয়ে ছিল আফগানরা। ২০২৪ সালের নভেম্বরে শারজায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল আফগানিস্তান।
বিডি প্রতিদিন/মুসা