সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের নেতা সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম রাঙামাটি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধরা।
বুধবার সকাল ৮টা থেকে হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করা হয়। পরে ১১টার দিকে পুলিশ, হেফাজত ইসলাম ও বাস মালিক সমিতির মধ্যে বৈঠকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা করা হয়।
সোহেল চৌধুরী রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদ্রাসার মুহতামিম ছিলেন। তিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আবদুল কাদের চৌধুরী বাড়ির আবুল মহসীন চৌধুরীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীর (৫০) মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল সকাল থেকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় উভয় সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। চট্টগ্রাম থেকে রাঙামাটি ও খাগড়াছড়ির যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, দুইপক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক হয়। বৈঠক শেষে ১১টার দিকে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
বিডি প্রতিদিন/এমআই