নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে আগামী নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল রাজধানীর কামরাঙ্গীরচরের নুরিয়ায় অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে দেখতে চায়। দেশবাসীর সেই প্রত্যাশা পূরণে বাংলাদেশ খেলাফত আন্দোলন সব ধরনের ছাড় দিতে প্রস্তুত রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা হাজি ফারুক আহমদ, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, নায়েবে আমির শায়খুল হাদিস শেখ আজিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, হাজি জালাল উদ্দীন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন প্রমুখ।