রাঙামাটির লংগদুতে নৌকা ডুবে এক নারীসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন- শিরিনা আক্তার (৩৫) ও রানা মিয়া (৭) ও মো. মাসুম (৫)। গতকাল বিকাল ৩টার দিকে লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের এফআইডিসি টিলা এলাকার কাপ্তাই হ্রদ থেকে তাদের লাশ উদ্ধার করে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বাসিন্দা আছর উদ্দীন তার পুরো পরিবারের ছয়জনকে নিয়ে রাঙামাটির লংগদু সদর থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। এ সময় তীব্র ঝড়ের মুখে পড়ে তাদের নৌকাটি। একপর্যায়ে উল্টে যায় যাত্রীসহ ইঞ্জিনচালিত নৌকাটি। মুহূর্তে পানিতে ডুবে যায় নৌকার সব যাত্রী।
এ সময় সাঁতার কেটে কোনোরকমে প্রাণ রক্ষা করে তিনজন। পানিতে তলিয়ে যায় গৃহবধূ শিরিন আক্তার, মাসুম ও রানা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন স্থানীয়রা। এ সময় পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রানাকে। কিন্তু খোঁজ মেলে না নারীসহ ছোট শিশুটির। রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারা দিন চেষ্টা চালিয়ে কাপ্তাই হ্রদের পানি থেকে উদ্ধার করা হয় নিখোঁজ শিরিন আক্তার ও মাসুমের লাশ।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন জানান, কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে নিখোঁজদের সবার লাশ উদ্ধার করা হয়েছে।