ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন-দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক ও অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও শৈলকুপা উপজেলা বিএনপির সদস্য বাবু জয়ন্ত কুমার কুন্ডু এবং কেন্দ্রীয় কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী শৈলকুপা উপজেলা আমির এ এস এম মতিউর রহমান। এ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে দলটির উপজেলা সভাপতি আলহাজ রায়হান উদ্দিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া গণঅধিকার পরিষদ ও এনসিপি থেকে কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না।
বিএনপির বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, শৈলকুপার প্রধান সমস্যা সামাজিক কোন্দল। নির্বাচিত হলে এগুলো বন্ধ করা হবে। সেই সঙ্গে সড়ক ব্যবস্থার উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত করে মডেল শৈলকুপা হিসাবে রূপান্তর করা হবে। বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, শৈলকুপার সব নাগরিক সমস্যার সমাধান করা হবে। কৃষক দল নেতা ওসমান আলী বিশ্বাস বলেন, দল মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। এলাকায় সব ধরনের সমস্যার দূর করতে পারব বলে আমি বিশ্বাস করি। জামায়াতের প্রার্থী আলহাজ অধ্যাপক এ এস এম মতিউর রহমান বলেন, গ্রামের কাঁচা রাস্তা পাকা করাসহ সামাজিক শান্তি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী আলহাজ রায়হান উদ্দিন বলেন, আমাদের নির্বাচনি অঙ্গীকার হলো দেশের মানুষকে খুন, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিশাপ থেকে স্থায়ীভাবে মুক্ত করা।