বেশির ভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পাশাপাশি কমেছে মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো।
এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে দাম কমেছে ২৩০টির। আর ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ব্যাংক খাতের ২১টির শেয়ারের দাম কমার বিপরীতে ৭টির দাম বেড়েছে। আর ১১টি আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার বিপরীতে দাম বেড়েছে ৪টির। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। তবে লেনদেন হয়েছে ৮০৫ কোটি ৩৯ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৬৫ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫৯ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংক। কোম্পানিটির ৪৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা যমুনা অয়েলের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯২ লাখ টাকার। এদিকে ৩০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৬ প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৭টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ৯৭ লাখ টাকা।