সারাদেশে গত সোমবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১১ জন রয়েছেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান। তিনি আরও জানান, অভিযানের সময় একটি দেশীয় এলজি, একটি রিভলভার এবং একটি চাকু
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক এ এস এম আল সনেটসহ ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ