সপ্তাহের দ্বিতীয় দিন গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। একই সঙ্গে এদিন টাকার পরিমাণে লেনদেনও কমেছে। এর আগে সপ্তাহের প্রথম দিন রবিবার ডিএসই সূচক কমেছিল ৬৮ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় পতন হয়েছে।
গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে অবস্থান করে ৫৩৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, দর কমেছে ৩০৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০টির। ডিএসইতে ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে; যা আগের কার্যদিবস থেকে ৭৬ কোটি ৭১ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬২১ কোটি ৪৯ লাখ টাকার। ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৫৯ পয়েন্টে।
সিএসইতে ২০১ প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮টির দর বেড়েছে, কমেছে ১৫৪টির এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।