সাতক্ষীরায় চাঁদার টাকা না দেওয়ায় যুবদল নেতা একটি মাছের খামারে লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। জেলার শ্যামনগরের হরিনগর এলাকার ১ হাজার বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত প্যান্ডামিক ফিসারিস লিমিটেডে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু লুটপাট চালান বলে মালিকপক্ষ অভিযোগ করেছেন। অভিযুক্ত শফিকুল ইসলাম দুলু বলেন, আমি কোনো চাঁদা চাইনি বা নিইনি। রাজনৈতিকভাবে হেয় করতে এমন অভিযোগ তোলা হচ্ছে।
মাছের খামারের চেয়ারম্যান এ এম সাইদুর রহমান বলেন, ‘কয়েক মাস আগে হামলা ও লুটপাটের নেতৃত্বদানকারী যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ৫ লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করেছিলেন। পরে আবার ৩ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত কয়েক দফায় আমার মাছের খামারে লুটপাট চালিয়েছেন। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হলেও হামলা-লুটপাট অব্যাহত রাখেন তারা।
তিনি বলেন, চাঁদা না দেওয়ায় শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুর নেতৃত্বে মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাশেম মোড়ল, সালাউদ্দিন শাওন মোড়লসহ কয়েকজন প্যান্ডামিক ফিসারিজের কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করেন।