নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠান দ্বারা পরিচালনা করার বিষয়ে এখনো নেগোসিয়েশন চলছে। আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না।’ গতকাল সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শোনা যাচ্ছে ‘চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে’। এ বিষয়ে কী বলবেন? এমন প্রশ্নের জবাবে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘এটা আপনারা সবাই জানেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত বলার সময় আসেনি। আন্তর্জাতিকভাবে এটা অপারেট করার জন্য যদি বাইরের লোক আসতে চায় এবং বিনিয়োগ করতে চায় তাহলে এটা আমরা দিতে পারব না? এতে কি বন্দর তাদের দিয়ে দেওয়া হচ্ছে? বন্দর কর্তৃপক্ষের কাছেই তো বন্দর থাকছে।’
উপদেষ্টা বলেন, ‘বিষয়টি এমন নয় যে, বন্দর অথরিটিকে সরিয়ে দিয়ে বিদেশিদের বসানো হচ্ছে। এটা হলো অপারেশন। যেমন, এটা আজকে আমরা নেভিকে দিলাম। যদি নেভি না থাকে তাহলে আর্মিকে দিতে হবে। সুতরাং আন্তর্জাতিকভাবেও কেউ যদি এটাকে পরিচালনা করতে চায়, তবে সে ক্ষেত্রে আগে আমাদের সুবিধার কথা বিবেচনা করতে হবে। আগের সরকারের কথা ভুলে যান। আগে সরকার তো অনেক কিছুই করেছে সেগুলো আমরা বাদ দিচ্ছি।’